প্রতিটি পরিবারের একটি শিকড় থাকে আমাদের শিকড়ের শুরু চৌধুরী সাহেব থেকে
আমাদের বাড়ির বড়দের কাছ থেকে যতটুকু জানা যায় চৌধুরী সাহেব অত্যন্ত আল্লাহ ভীরু, পরহেজগার ব্যক্তি ছিলেন
চৌধুরী সাহেব নিজ যোগ্যতায় ও পরিশ্রমে অপরিচিত একটি সমাজে নিজের জন্য একটি সফল অবস্থান তৈরি করেন
হিন্দু অধ্যাসিত এলাকা হওয়া সত্ত্বেও চৌধুরী সাহেব নিজ জায়গায় তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ স্থাপন করেন
যা প্রমাণ করে উনি অত্যন্ত রুচিশীল একজন ব্যক্তি ছিলেন
ওই প্রতিকূল অবস্থাতেই নিজে হজ পালন করেন এবং নিজ বাড়িতে একটি ইসলামিক পরিবেশ কায়েম করেন
ব্রিটিশ যুগে চৌধুরী সাহেবের বাসস্থান সহ আশপাশের এলাকা ( বর্তমান চৌধুরী বাড়ি ) একওয়ার হয়ে ব্রিটিশদের ক্যাম্প হওয়ার প্রস্তাব উঠে
কিন্তু চৌধুরী সাহেবের বিচক্ষণতা এবং স্থানীয় প্রভাব প্রতিপত্তির কারণে ব্রিটিশরা ক্যাম্প না করে , ওনাকে চৌধুরী উপাধি দিয়ে সম্মানিত করেন