Skip to content Skip to main navigation Skip to footer

বিজয় সিংহ দীঘি

Admin

বিজয় সেনে এর দীঘি বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন খনন করে। রাজা বিজয় সিংহের নামানুসারে দীঘিটির নামকরণ করা হয়েছে। এ দীঘির আয়তন ৩৭.৫৭ একর

অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ দিঘীর চৌপাড় খুব উঁচু ও বৃক্ষশোভিত ।১৯৯৫ সালেফেনীর প্রাক্তন জেলা প্রশাসক জনাব এ,এইচ,এম নূরুল ইসলাম প্রচুর বৃক্ষচারা রোপন করে বর্তমান এ পরিবেশের সৃষ্টি করেন ।ফেনীর ঐতিহ্যবাহী দিঘীর মধ্যেবিজয় সিংহ দীঘিঅন্যতম । এ দিঘী দেখার জন্য জেলার এবং দেশের বিভিন্ন স্থান থেকেপ্রতিনিয়তদর্শনার্থীরা আসে ।